লকডাউন ৪.০! আজ রাত ৮টায় ফের জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী
গত ১৪ এপ্রিল শেষবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেবার তিনি ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই তিনদফা লকডাউনের ঘোষণা হয়ে গিয়েছে। এবার কি লকডাউন ৪.০?
সোমবার দেশের করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে দেশের একাধিক মুখ্যমন্ত্রীদের মতামত জানার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। এরকম এক পরিস্থিতিতে আজ সন্ধে ৮টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
দেশে করোনা সংক্রমণ কমার উল্লেখযোগ্য কোনও লক্ষণ নেই। কোনও কোনও বিশেষজ্ঞের মতে দেশে করোনার সংক্রমণ চরম হতে পারে জুনে। তাহলে কি ফের লকডাউনের পথে যাবে দেশ? আজ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণকে ঘিরে তেমনই আশঙ্কা তৈরি হচ্ছে নানা মহলে।
গত ১৪ এপ্রিল শেষবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেবার তিনি ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন। তবে তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের মতে গ্রিন জোনগুলিতে অর্থনৈতিক কাজকর্ম শুরু হোক। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এর ঘোর বিরোধী। তিনি জানিয়েছেন, ট্রেন-বিমান চালু করলে সর্বনাশ হবে। কোনও কোনও মহলের ধরনা, সংক্রমিত এলাকা বাদ দিয়ে লকডাউন বজায় রাখা হতে পারে।
আরও পড়ুন-লকডাউনে ঘরে ফেরার ট্রেন, সোমবারই বিক্রি হল ১০ কোটি টাকার টিকিট
গতকালই প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন যেটা প্রয়োজন তা হল গ্রামে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেটা দেখা। আর সংক্রমণের হার কমিয়ে আনা। লকডাইনের প্রথম পর্যায়ে যে কড়াকড়ির প্রয়োজন ছিল তা দ্বিতীয় দফায় হয়নি। তেমনি তৃতীয় দফায় যা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা চতুর্থ দফায় হবে না।’ অর্থাত্ চতুর্থ দফার লকডাউনের সম্ভাবনা কি রয়েছে। সেটাই এখন বড় প্রশ্ন। তা স্পষ্ট হবে আজ প্রধানমন্ত্রীর ভাষণে।