লকডাউনে ঘরে ফেরার ট্রেন, সোমবারই বিক্রি হল ১০ কোটি টাকার টিকিট
ট্রেন যাত্রীদের জন্য বিশেষ গাইড লাইন দিয়েছে রেল
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার দিল্লি থেকে বিভিন্ন রাজ্যের উদ্দেশ্য রওনা দেবে প্যাসেঞ্জার ট্রেন। অন্যান্য রাজ্যে থেকেও আসবে ট্রেন। লকডাউনে আটকেপড়া মানুষজনকে বাড়ি ফেরাতে এরকমই ব্যবস্থা করেছে রেল। এর জন্য সোমবার বিকেল থেকে শুরু হয়েছে বুকিং।
আরও পড়ুন-‘রক্তের ধর্ম হয় না’ রোজা ভেঙে জোত্স্নাকে বাঁচালেন মুসলিম গৃহবধূ
সোমবার আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুকিং শুরুর পরই তা বসে যায় প্রায় ২ ঘণ্টা। তবে এদিনই কয়েক ঘণ্টা বিক্রি হয়েছে ১০ কোটি টাকার টিকিট। বুকিং করেছেন ৫৪০০০ যাত্রী। এদিন সন্ধে ৬টায় বুকিং শুরু হতেই মাত্র ১০ মিনিটের মধ্যে হাওড়া-দিল্লি এসির টিকিট শেষ হয়ে যায়।
উল্লেখ্য, আটকেপড়া মানুষজনকে ঘরে ফেরাতে মোট ১৫ জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে রেল। দিল্লি থেকে অন্যান্য রাজ্য যাবে ওই ট্রেন। মঙ্গলবার ৮টি ট্রেন চলবে। এগুলির মধ্যে ৩টি যাবে ডিব্রুগড়, বেঙ্গালুরু ও বিলাসপুরে। এবং বাকি ট্রেনগুলি যাত্রা করবে হাওড়া, পাটনা, বেঙ্গালুরু, মুম্বই, আহমেদাবাদ থেকে।
আরও পড়ুন-ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
ট্রেন যাত্রীদের জন্য বিশেষ গাইড লাইন দিয়েছে রেল। এগুলি হল প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, নিজের খাবার নিয়ে আসতে হবে, যাত্রা শুরু ৯০ মিনিট আগে স্টেশনে আসতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।