নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে চালু হচ্ছে বাস-অটো, খুলছে বাজার। তবে শর্তাবলী প্রযোজ্য। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী


# ট্যাক্সি, ক্যাব চলবে তবে নেওয়া যাবে মাত্র ২ যাত্রী।


আরও পড়ুন-"আরও ১২০ ট্রেন চালাব, আগামী ১৫-২০ দিনের মধ্যে সবাইকে ফিরিয়ে আনব"


# যাত্রীদের স্যানিটাইজেশনের দায়িত্ব চালকের।



# প্রাইভেট গাড়ি নিতে পারবে ২ জন যাত্রী।



# বাস চলবে তবে নেওয়া যাবে মাত্র ২০ জন যাত্রী।


# অফিস খুলবে।


# পুলকার ও শেয়ার ট্যাক্সি চলবে না।


# বাইকে পেছনে কেউ চড়তে পারবেন না।


# সব বাজার খুলবে জোড় বিজোড় পদ্ধতিতে।


# সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কার্ফু জারি থাকবে।


# কনটেইনমেন্ট জোনগুলিতে একমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।


# হোম ডেলিভারির জন্য রেস্টুরেন্ট খোলা যাবে।


আরও পড়ুন-আগামী ১ জুলাই থেকে শুরু CBSE-র বাকি পরীক্ষা, দেখে নিন সময়সূচি


# সেলুন, স্পা ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।


# ৩১ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।


# মেট্রো বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত।