আগামী ১ জুলাই থেকে শুরু CBSE-র বাকি পরীক্ষা, দেখে নিন সময়সূচি
করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে দিল্লিতে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে দিল্লিতে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। একমাত্র উত্তরপূর্ব দিল্লিতে দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছিল হিংসার কারণে। সবে মিলিয়ে দুই শ্রেণির মোট ২৯টি বিষয়ের পরীক্ষা এখনও বাকি। সোমবার সেইসব পরীক্ষার সূচি ঘোষণা করল বোর্ড।
আরও পড়ুন-Uber, Zomato-র পর এবার Swiggy; লকডাউনে কাজ হারাতে চলেছেন হাজারেরও বেশি কর্মী!
আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই প্রর্যন্ত ওইসব পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছিলেন করোনা পরিস্থিতির জন্য মোট ২৯ বিষয়েই পরীক্ষা নেবে বোর্ড। আজ ওই পরীক্ষাসূচি ঘোষণা করা হল। এনিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন পোখরিওয়াল।
দিল্লি হিংসার কারণে উত্তরপূর্ব দিল্লিতে দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়। তবে দেশের অন্য সব জায়গাতেই লকডাউনের আগে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল। ফলে উত্তরপূর্ব দিল্লিতেই শুধুমাত্র দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। দেখে নিন নতুন সময়সূচি-
দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে দেশজুড়েই। লকডাউনের কারণে তা বন্ধ করে দিতে হয়। দেখে নিন দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি-