Lok Sabha Election 2024: ১৩ মার্চের আগে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার কোনও সম্ভাবনা নেই: সূত্র
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এই মুহুর্তে তামিলনাড়ুতে রয়েছেন। এরপরে তাঁরা যাবেন উত্তর প্রদেশ, জম্মু এবং কাশ্মীরে। জানা গিয়েছে যে ১৩ মার্চের আগেই এই রাজ্য সফর শেষ হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালে ভারতে হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। এবার জানা গিয়েছে যে এই হাই প্রোফাইল নির্বাচনের তারিখ ঘোষণা হতে চলেছে মার্চ মাসের ১৩ তারিখের পরে।
লোকসভা নির্বাচনের জন্য রাজ্যগুলি কতটা তৈরি সেটা বোঝার জন্য জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে সফর করেছে। এই সফর শেষ হলেই নির্বাচনের দিন ঘোষণা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এই মুহুর্তে তামিলনাড়ুতে রয়েছেন। এরপরে তাঁরা যাবেন উত্তর প্রদেশ, জম্মু এবং কাশ্মীরে। জানা গিয়েছে যে ১৩ মার্চের আগেই এই রাজ্য সফর শেষ হবে।
রাজ্যগুলির নির্বাচন কমিশনের সিইও-দের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধিরা। সিইও-রা তাঁদের সমস্যার জায়গগুলি তুলে ধরেছেন। ইভিএম, নিরাপত্তা এবং সীমানায় নজরদারি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে যে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনকে সহজ করার জন্য এআই-এর ব্যবহার করবেন।
আরও পড়ুন: Lasya Nandita Death: গাড়ি মারল ধাক্কা, দুর্ঘটনায় মৃত যুবতী MLA
মে মাসের আগে অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিচালনার জন্য নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি ডেডিকেটেড বিভাগ তৈরি করা হয়েছে। ECI-এর মধ্যে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ভুল তথ্য ফ্ল্যাগ এবং সরানোর জন্য এই কাজ করা হবে।
সুত্র মারফৎ জানা গিয়েছে যে নির্বাচনের সময়ে ভুল এবং উত্তেজনা সৃষ্টিকারী তথ্য ইন্টারনেট থেকে সরানোর কাজ খুবই দ্রুত হবে। যদি কোনও দল বা প্রার্থী বার বার এই কাজ করে তাহলে কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমনকি তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ডও করা হতে পারে।
আরও পড়ুন: Farmer Protest: কৃষক আন্দোলনে শহীদ শুভকরন! পরিবারকে ১ কোটি টাকা-সরকারি চাকরি দেবে পঞ্জাব সরকার
জানা গিয়ছে যে কমিশন এই বছরের নির্বাচনের সময়ে ভুয়ো তথ্যের বিরুদ্ধে লড়াই, ফ্যাক্ট চেকিং, স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দিকে বিশেষ নজর দেবে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে যে ৯৬.৮৮ কোটি মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ভারত বিশ্বের বৃহত্তম গনতন্ত্রে হিসাবে পরিণত হয়েছে। পাশাপাশি, ১৮-১৯ বছর বয়সী ১.৮৫ কোটি লোক তাদের ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)