একা বিজেপিই পাবে ৩০০-এর বেশি আসন, ভোট দিয়ে বেরিয়ে দাবি আদিত্যনাথের
পশ্চিমবঙ্গে নির্বাচন প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, রাজ্যে যে ভাবে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে তার জবাব দেবে মানুষ
নিজস্ব প্রতিবেদন: দেশের সাত রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ৫৯ আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী কেদারনাথে সাধনায় মগ্ন থাকলেও বারাণসীতে আজ তাঁর ভাগ্য নির্ধারণ। সাতসকালে উঠে ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
আরও পড়ুন-ভোটের আগের সন্ধেয় রণক্ষেত্র ভাটপাড়ায়, দাউদাউ করে জ্বলল গাড়ি, গুলি-বোমাবাজি
গোরক্ষপুরের ২৪৬ নম্বর বুথে ভোট দিলেন যোগী আদিত্যনাথ। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখী হন যোগী। তিনি বলেন, গণতন্ত্রের এই উত্সবে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। মানুষ মনস্থির করে ফেলেছে উন্নয়নের পক্ষেই ভোট দেবেন তাঁরা।
দেশে কেমন ফল করবে বিজেপি? দলের ভালো ফলের ব্যাপারে খুবই আশাবাদী যোগী আদিত্যানাথ। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ওপরে উঠে উন্নয়নের প্রশ্নে ভোট দেওয়া উচিত। আমার আশা উত্তরপ্রদেশে এবার বিজেপি একাই পাবে ৭৪ প্লাস আসন। গোটা দেশে বিজেপি একাই দখল করবে ৩০০ প্লাস আসন। পাশাপাশি এনডিএ জোটের আসন সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন-শেষ দফায় আজ রাজ্যের ৯ আসনে মহারণ, দেখে নিন লড়াইয়ের ময়দানে রয়েছেন কারা
পশ্চিমবঙ্গে নির্বাচন প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, রাজ্যে হিংসার কথা মাথায় রেখে বেশকিছু কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে যে ভাবে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে তার জবাব দেবে মানুষ।