ভোটের আগের সন্ধেয় রণক্ষেত্র ভাটপাড়ায়, দাউদাউ করে জ্বলল গাড়ি, গুলি-বোমাবাজি

দুপুর থেকে উত্তপ্ত পরিস্থিত তৈরি হয়েছিল ভাটপাড়ায়।

Updated By: May 18, 2019, 10:18 PM IST
ভোটের আগের সন্ধেয় রণক্ষেত্র ভাটপাড়ায়, দাউদাউ করে জ্বলল গাড়ি, গুলি-বোমাবাজি

নিজস্ব প্রতিবেদন: শেষ দফার ভোটের আগে রণক্ষেত্র ভাটপাড়া। আগামিকাল অর্থাত্ রবিবার ভাটপাড়ায় উপনির্বাচন। তার আগে সন্ধেয় আর্যসভা মোড়ে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। আগুনে ঝলসে গেল দুটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অর্জুন সিংয়ের অভিযোগ, কামারহাটি থেকে বহিরাগতদের ঢুকিয়েছেন মদন মিত্র। পাল্টা অর্জুনের বিরুদ্ধে বহিরাগত ঢোকানোর অভিযোগ করেছেন মদন মিত্র।     

দুপুর থেকে উত্তপ্ত পরিস্থিত তৈরি হয়েছিল ভাটপাড়ায়। তৃণমূল-বিজেপি দুপক্ষই দাবি করে আসছে, ভোটের আগে বহিরাগতদের আনা হয়েছে। সন্ধেয় ভাটপাড়ার আর্যসভা মোড়ে চলল গুলি ও বোমা। দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল গন্ডগোল বাঁধিয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। জি ২৪ ঘণ্টাকে ফোনে বারাকপুরের বিজেপি প্রার্থী বলেন,''আর্যসভার মোড়ের দিকে যাচ্ছিলাম। তখন দেখতে পাই, ফায়ারিং হচ্ছে। বাইরে থেকে লোক এসে গুলি চালিয়েছে। এরপরই দুষ্কৃতীদের ঘিরে ধরে সাধারণ মানুষ। তাঁরাই গাড়ি ঘিরে ভাঙচুর করেন। ৪৫ অতিক্রম হলেও পুলিসের দেখা মেলেনি। আধা সেনার হাত থেকেও হাতিয়ার কেড়ে নিয়েছে''। 

আর্যপাড়া মোড়ে অর্জুন সিং কী করছিলেন, সেই প্রশ্ন তুলে দিয়েছেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র।জি ২৪ ঘণ্টায় মদনবাবু বলেন, ''পর্যবেক্ষক সময় দিয়েছিলেন। তাঁর কাছে গিয়েছিলাম। হঠাত্ খবর এল বারুইপাড়া লেনে যেখানে ৩০ এপ্রিলের দাঙ্গার মতো পরিস্থিতি। আজ হঠাত্ অর্জুন সিং ঘরে ঢুকে সাধারণ মানুষের উপরে বোমাবাজি, গুলি চালাতে শুরু করে। আধা সেনা বাধা দেওয়ার চেষ্টা করেছে। অর্জুনের নিরাপত্তায় থাকা সিআইএসএফ মারতে শুরু করে। প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করে। ওরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে''। 

রবিবার রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের সঙ্গে ভাটপাড়ায় বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুনপুত্র পবন সিং। তবে লড়াই মূলত অর্জুনের সঙ্গে তৃণমূল প্রার্থী মদন মিত্রের। 

আরও পড়ুন- রাস্তা দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ মোদীর, আইনি চিঠি পাঠালেন অভিষেক

.