নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী সহ বিজেপির অধিকাংশ নেতাই নিজেদের নামের আগে ‘চৌকিদার’ জুড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ওই নাম নিয়েই চলছে প্রচার। এবার এর বিরোধিতা করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আরও ৯ জনের তালিকা প্রকাশ করল বিজেপি, বড় ধাক্কা খেলেন রমণ সিং


রবিবার এক তামিল টিভি চ্যানেলে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘টুইটারে নিজের নাম বদল করিনি। কারণ আমি চৌকিদার হতে পারি না। আমি ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ চৌকিদার হতে পারে না। আমি নির্দেশ দেব। সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে একজন চৌকিদার। কেউ কোনও চৌকিদার নিয়োগ করলে সে এটাই আশা করবে।’



নিজের নামের আগে ‘চৌকিদার’ যোগ করার আগের দিন প্রধানমন্ত্রী টুইটারে মন্তব্য করেন, যারা দুর্নীতির সঙ্গে লড়াই করছে, সামজিক অন্যায়ের সঙ্গে লড়াই করছে তারা সবাই চৌকিদার। আপনাদের চৌকিদার শক্ত হাতে দেশের সেবা করে চলেছে। এখন দেশের মানুষের একটাই বক্তব্য, আমিও চৌকিদার।


আরও পড়ুন-তৃণমূলকে জোর ধাক্কা, আড়াই হাজার অনুগামী নিয়ে 'ঘর ওয়াপসি' পুরুলিয়ার সুরজের 


সোশ্যাল মিডিয়ায় নিজের নামের আগে প্রধানমন্ত্রী ‘চৌকিদার’ শব্দ যোগ করার পরই বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলিও তাঁদের নামের আগে চৌকিদার যোগ করেছেন। শুধু তাই নয় পশ্চিমবঙ্গে তাদের প্রার্থীদের নামের আগেও চৌকিদার জুড়ে দিচ্ছে বিজেপি।