নিজস্ব প্রতিবেদন: এবার লোকসভা নির্বাচনের ভোটগণনা হবে ২৩ মে। এদিনই ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশনের দাবি, ফল প্রকাশ করতে ৫ দিনও দেরি হতে পারে। অর্থাত্ ফলাফল প্রকাশিত হবে ২৮ মে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন দেরি? নির্বাচন শুক্রবার কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ‘অন্তত পঞ্চাশ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে বা মিলিয়ে দেখতে গেলে ফল প্রকাশ করতে অন্তত আরও পাঁচ দিন লাগবে।’


আরও পড়ুন-রাজ্যে কোন কোন আসনে ফুটতে পারে পদ্মফুল? জেনে নিন সমীক্ষার আভাস


প্রসঙ্গত, দেশের ২১টি বিরোধী দল দাবি করেছিল, গণনার সময় অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হোক। এনিয়েই মামলা চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন আরও জানিয়েছ, বহু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ৪০০ বেশি বুথ রয়েছে। ওইসব জায়গায় ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে অন্তত ৮-৯ দিন লেগে যাবে।



আরও পড়ুন-বাংলায় কমছে তৃণমূল, বাড়ছে বিজেপির, ইঙ্গিত আরও একটি জনমত সমীক্ষার    


বর্তমানে ভিভিপ্যাট স্লিপে কোনও বারকোড নেই। ফলে তা গণনা করতে হবে হাতেহাতেই। কমিশনের বক্তব্য হাতে গণনা করতে যাওয়ার অর্থ ভোটের ফলাফল ২৩ মে পরিবর্তে ২৮ মে হতে পারে। যেসব বিধানসভা কেন্দ্রে ৪০০ বেশি বুথ রয়েছে সেখানে ফল প্রকাশ হতে পারে ৩০ মে বা ৩১ মে।