নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার কেরলের ওয়াইনাড কেন্দ্র মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিনই বোন প্রিয়ঙ্কাকে নিয়ে একটি বিশাল রোড শো করেন রাহুল। সেই রোড শো-তে দেখা গিয়েছে মুসলিম লিগের সবুজ পতাকা। এনিয়েই কংগ্রেসকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। তাঁর দাবি মুসলিম লিগের সঙ্গে রাহুলের যোগসাজস রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ও বাঘ নাকি?' অর্জুনকে পাল্টা  চ্যালেঞ্জ অনুব্রতর


শুক্রবার আদিত্যনাথ টুইট করেন, ‘মুসলিম লিগ এক ধরনের মারাত্মক ভাইরাস। এর সংক্রমণ একবার হলে কেউ বাঁচে না। দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস এখন এই ভাইরাসে আক্রান্ত। ভেবে দেখুন একবার এরা জিতলে কী হবে দেশটার। গোটা দেশেই তা ছড়িয়ে পড়বে।’



অন্য একটি টুইটে আদিত্যনাথ মন্তব্য করেন, ১৮৫৭ সালে দেশে একটা স্বাধীনতার লড়াই হয়েছিল। মঙ্গল পান্ডের পেছনে দাঁড়িয়ে গোটা দেশ লড়াই করেছিল। এরপর পর আবির্ভাব হয় মুসলিম লিগের। এদের প্রভাব এমনই যে গোটা দেশটাই ভেঙে টুকরো হয়ে গেল। এবার সেই একই বিপদ আমাদের সামনে। ফের সবুজ পতাকা দেখা যাচ্ছে। সাবধান! কংগ্রেস মুসলিম লিগ ভাইরাসে আক্রান্ত।



আরও পড়ুন-সোনারপুরে রোড শো-এ ঝড় তুললেন মিমি, দেখুন বিভিন্ন মুডে তারকা প্রার্থীকে


উল্লেখ্য, ২০১৪ সালে ইউপিএর শরিক হিসেবে কেরলের দুটি আসনে লড়াই করে জয়ী হয় মুসলিম লিগ। মাল্লাপুরম আসন থেকে জেতেন পি কে কুনহালিকুট্টি ও পোন্নাই থেকে জয়ী হন ই টি মহম্মদ বসির। ওয়াইনাড আসনেও ভালো প্রভাব রয়েছে মুসলিম লিগের। বৃহস্পতিবার রাহুলের রোড শো-তে এদেরই পতাকা দেখা যায়। তা নিয়েই কটাক্ষ আদিত্যনাথের