এবার তার পাল্টা জবাব দিলেন অনুব্রত মণ্ডল। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অনুব্রত বলেন, "অর্জুন সিং বাঘ নয় যে, ওর নাম নিতে হবে। ও বিধায়ক থাকতে পারে কিনা, সেটাই দেখার।"
4/6
একটি মামলার শুনানিতে বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে এসে একথা বলেন অনুব্রত মণ্ডল।
5/6
বীরভূম থেকে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে দুধকুমার মণ্ডলকে দাঁড় করিয়েছে বিজেপি। যদিও তাঁকে আমল দিচ্ছেন না শাসকদলের বীরভূম জেলা সভাপতি।
6/6
প্রসঙ্গত, গুড়-বাতাসা, পাঁচন, নকুলদানা-জলের পর বৃহস্পতিবার বোলপুরের একটি সভা থেকে 'শলাকা' দেখিয়ে ভোট করিয়ে নেওয়ানোর জন্য তৃণমূলের বুথকর্মীদের নিদান দেন অনুব্রত মণ্ডল।