নিজস্ব প্রতিবেদন: বহুতলের পাশে ঝুপড়ি-- ভারতের অন্যতম সমাজচিহ্ন। এদেশে ধনী দরিদ্রের সহাবস্থান অত্যন্ত চোখে লাগার মতো বিসদৃশ। কিন্তু সামাজিকতার খাতিরে মেনে নিতেই হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দারিদ্র্যের যন্ত্রণাটা ঠিক কেমন?


জুতোনির্মাতা শ্যামবাবু নিগমকে মনে পড়ছে? তাঁর স্ত্রী কোভিড আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী'র চিকিত্‍সার খরচ মেটাতে গিয়ে তাঁকে তাঁর একমাত্র সম্পত্তি বসতবাড়িটুকুও বেচে দিতে হয়েছিল। ঋণগ্রস্ত শ্যাম একটি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থেকে গেলেন। শুধু বাড়ি নয়, পেট চালাতে তাঁকে তাঁর একটি চামড়া সেলাইয়ের মেশিনও বেচে দিয়ে হয়েছে!    


অসহায়ের এই জীবনযন্ত্রণার মধ্যেই ধনীর গৌরবই-বা কেমন? 


আরও পড়ুন:  Delhi Lockdown: সুস্থ হচ্ছে রাজধানী, লকডাউনের বিধিনিষেধ শিথিলের ঘোষণা কেজরিওয়ালের


তা হলে এরও একটি উদাহরণ দেওয়া যাক। এই ঘোর করোনা-পর্বের মধ্যেই Mercedes-Benz AG ভারতে সম্প্রতি তাদের Maybach sport utility vehicle নিয়ে হাজির হয়েছে। তাদের লক্ষ্যটিও চমত্‍কার। চলতি বছরেরর মধ্যেই এধরনের ৫০টি গাড়ি ততারা এ দেশে বিক্রি করবে। যেমন তেমন গাড়ি তো নয়। ৪ লক্ষ মার্কিন ডলার দিয়ে তবে মালিক হওয়া যাবে। অথচ এখন ভারতে per capita income দাঁড়িয়েছে ২০০০ মার্কিন ডলারেরও নীচে! বাংলাদেশেরও পিছনে। 


এটা ঠিক যে, উন্নয়নশীল অর্থনীতিতে এ ধরনের উচ্চ পর্যায়ের অসাম্য কাজ করে। তবে অর্থনীতিবিদেরা জানাচ্ছেন, ভারতে এখন সত্যিই খুব এলার্মিং সিচুয়েশন চলছে। তাঁরা বলছেন, আবার অচিরেই একটা খাদ্যসঙ্কটের পর্ব এল বলে। গত বছরে দেশের একটা বড় অংশের মানুষ পেট পুরে খায়নি। খেতে পাননি। দারিদ্র্যের জন্য, রোজগারহীনতার জন্য এটা হয়েছে। মানুষের কর্মসংস্থান নেই। হাতে টাকা নেই। একটা চরম আর্থ-সামাজিকক সঙ্কটের পরিস্থিতে মার্সিডিজ বেঞ্জের বিক্রি ভাবাটাই যেন খুব অনৈতিক লাগে। 


কিন্তু সঙ্কটাপন্ন ভারতে (India) মার্সিডিজ যে সেলস-টারগেট নিয়েছে, তা কি সত্যিই খুব বিসদৃশ? সম্ভবত নয়। কারণ, একটু চেষ্টা করলেই জানা যাবে এই তথ্য যে, গৌতম আদানি এবারে তাঁর সম্পত্তির পরিমাণ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে নিতে পারায় তিনি অবলীলায় এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কাছাকাছি পৌঁছে গিয়েছেন! আরও আছে। এক শিল্পপতি রাধাকৃষ্ণন দামানি এবারে দেশের এখনও পর্যন্ত সব চেয়ে উচ্চমূল্যের এক লেনদেনে যুক্ত হয়ে রেকর্ড গড়েছেন। তিনি মুম্বইয়ে একটি প্রাসাদ কিনেছেন যার মূল্য ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার! 


এখন অর্থনীতির শক্তি ছোটখাটো শ্রমিক বা মাঝারি অন্ত্রপ্রেনারদের ছেড়ে বয়ে চলেছে বড় বড় প্রতিষ্ঠানের দিকে। ফলে ধনসম্পত্তিটা এমন গোষ্ঠীর হাতে গিয়ে জমছে যাতে Maybach SUV কেনার কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় হয়ে দাঁড়ায় না। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন:  মোদী সরকারের বিরুদ্ধে 'জৈব অস্ত্র' প্রয়োগের অভিযোগ এনে 'দেশদ্রোহী' তকমা জোটালেন Aisha Sultana