Delhi Lockdown: সুস্থ হচ্ছে রাজধানী, লকডাউনের বিধিনিষেধ শিথিলের ঘোষণা কেজরিওয়ালের

Jun 13, 2021, 14:00 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: সেরে উঠছে রাজধানী! তাই আরও শিথিল হল দিল্লির লকডাউন। আজ (রবিবার) একাধিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দৈনিক সংক্রমণ কমতেই এবার দিল্লিতে শুরু হল আনলক প্রক্রিয়া। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন, সোমবার থেকে দিল্লির সমস্ত বাজার, শপিং মল খোলা থাকবে। তবে রেস্তোরাঁর ভিতরে ৫০ শতাংশ গ্রাহকের অনুমতি দেওয়া হবে। 

2/6

গত ১৯ এপ্রিল দিল্লিতে কড়া লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সংক্রমণ ক্রমশ বাড়তে থাকে, তখন লকডাউন আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণে একাধিক রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন জারি করা হয়েছিল। সেই সব রাজ্যেও বাড়ানো হয় মেয়াদ।

3/6

 দিল্লিতে লকডাউন শিথিল করলেও স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে শপিং মল খোলার সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী এক সপ্তাহ এই নয়া গাইডলাইন জারি থাকবে দিল্লিতে। এরপর যদি দেখা যায়, সংক্রমণ বেড়ে গিয়েছে, তাহলে আবারও পূর্ণাঙ্গ লকডাউন জারি করতে পারে দিল্লি।  

4/6

গতসপ্তাহে দিল্লিতে মেট্রো চালুর ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া সরকারি অফিস, প্রাইভেট অফিস, দোকান  বাজার আংশিক খোলার অনুমতি দিয়েছিল। এবার তার উপরই আরও ছাড় দেওয়া হল। 

5/6

ধর্মীয় প্রতিষ্ঠান খোলা থাকবে দিল্লিতে। তবে ভক্তরা এখনই যেতে পারবেন না। যদি দেখা যায়, করোনা সংক্রমণ ক্রমশ কমছে তাহলে আগামীদিনে আর বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। 

6/6

লকডাউনের বিধিনিষেধ একটু একটু করে শিথিল করে পরীক্ষা করে দেখছেন মুখ্যমন্ত্রী।