নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের পুরভোটে বিজেপিকে জোর টক্কর দিল কংগ্রেস। ১৯টি পুরসভায় ড্র করল দুই দল। ৯টি করে পুরসভায় সভাপতি পদে জিতল তারা। একটি পুরসভায় সভাপতি পদে জিতেছেন নির্দল প্রার্থী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভাপতি পদে ড্র করলেও মোট আসনে কংগ্রেসের চেয়ে অনেকখানি এগিয়ে বিজেপি। তারা  পেয়েছে ১৯৪টি আসন। ১৪৫টি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। ৩টি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।  


আরও পড়ুন- আপের ২০ বিধায়কের বিধানসভার সদস্যপদ খারিজ করলেন রাষ্ট্রপতি


 চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।  ১৪ বছর ধরে সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। গুজরাটের মতো মধ্যপ্রদেশে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলতে চলেছে কংগ্রেস, মত রাজনৈতিক মহলের একাংশের। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তো রয়েইছে, এর সঙ্গেই বিজেপি নেতৃত্বের উপরেও ক্ষুব্ধ মধ্যপ্রদেশবাসী। দিন কয়েক আগেই প্রকাশ্যে নিরাপত্তারক্ষীকে চড় মেরেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপি নেতাদের অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।