নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের বিধান পরিষদে প্রথম বারের জন্য পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী ঠাকরে। তাঁর সঙ্গেই বিনা প্রতিদ্বন্দিতায় বিধান পরিষদের সদস্য হলেন আরও ৮ জন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ছাড়াও শিবসেনার নিলম গোরহে এবং বিজেপির রঞ্জিৎসিং মোহিত পাটিল, গোপীচাঁদ পাদলকর, প্রভীন ডাটকে ও রমেশ কারাদ বিধান পরিষদের সদস্য হিসেবে নাম লেখালেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নাইকু খতম! এবার এই দশ জঙ্গি নেতার নামে বুলেট বরাদ্দ করে রেখেছে ভারতীয় সেনা


এছাড়াও এনসিপির শশীকান্ত সিন্দে,আমোল মিতকারি ও কংগ্রেসের রাজেশ রাঠোর রয়েছেন এই নয় জনের মধ্যে। বিধান পরিষদের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মোট ১৪ জন। কিন্তু পরবর্তীকালে নিজেদের নাম প্রত্যাহার করে নেন বিজেপির সন্দীপ লিলে, অজিত গোপচাদে ও এনসিপির কিরণ পাওয়াসকার এবং শিবাজীরাও গরজে। নির্দল শেহবাজ রাঠোরের মনোনয়ন পত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। যার সুবাদে একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে জয়লাভ করলেন এই ৯ জন। ৫৯ বছরের ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ২৮ নভেম্বর, ফের আজ  নতুন পদে তিনি।