নিজস্ব প্রতিবেদন: গুয়াহাটির র‍্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়করা। এবার সেই হোটেলের বাইরেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের অসম রাজ্যের প্রধান রিপুণ বোরা নেতৃত্ব দেন এই বিক্ষোভে। যদিও এই প্রতিবাদস্থলে বিপুল মাত্রায় পুলিসের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। 


 



বিক্ষোভকারীরা অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা মহারাষ্ট্রের সরকার পতনের প্রচেষ্টায় সাহায্য করেছেন।


তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কিছুই করেনি। ব্রহ্মপুত্র ও বরাক নদীর বেড়ে যাওয়ায় রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় ৫৫ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মে মাস থেকে এখনও পর্যন্ত বন্যায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: Maharashtra Political Crisis Live Update: 'বর্ষা' ছেড়ে 'মাতোশ্রী'-তে ঠাকরে! সরকার গড়ার দাবি জানাবে বিজেপি?


একনাথ শিন্ডের সমর্থকরা দাবি করেছেন প্রায় ৪০ জন বিধায়ক হোটেলে রয়েছেন। বিজেপি জানিয়েছে যে এই সংকটের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং এই ঘটনা শিবসেনার অভ্যন্তরীণ সমস্যা।


সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি অপেক্ষা করছে একনাথ শিন্ডের সঙ্গে আরও বেশি বিধায়কের যোগ দেওয়ার। তারপরেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে তারা।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)