ওয়েব ডেস্ক: লখনউয়ের জনসভা। সেই লখনউয়ের জনসভা থেকে মোদী সরকারকে উত্খাতের ডাক মমতার। নোট বাতিল প্রত্যাহার না করলে ছুঁড়ে ফেলুন দিল্লি থেকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়ে অল আউট মমতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মোহালিতে মহা হার ইংল্যান্ডের, দুরন্ত 'কামব্যাক' পার্থিবের


লখনউয়ের জনসভায় সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকদের হাতে এক পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের ছবি। গতকালই লখনউ বিমানবন্দরে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল বলছে নোট বাতিলের প্রতিবাদে গোটা দেশে মোদী-বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠেছেন মমতা। উত্তরপ্রদেশে ভোটের আগে লখনউয়ে মমতার সভায় দলকে পাঠিয়ে, সেই স্রোতের সঙ্গে থাকার সুযোগ ছাড়ছেন না অখিলেশ।


আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের