জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের কৌশল নির্ধারণের জন্য দ্বিতীয় হাই প্রোফাইল বিরোধী ঐক্য সভা হতে চলেছে। সোমবার কর্ণাটকের বেঙ্গালুরুতে কমপক্ষে ২৬টি সমমনস্ক রাজনৈতিক দল পৌছাচ্ছে এই বৈঠকের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেঙ্গালুরু বৈঠকটির আগে ২৩ জুন বিহারের পটনায় বিরোধী ঐক্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় এই বৈঠককে বিরোধী ঐক্যের সাফল্য হিসাবে দেখা হচ্ছে, কারণ প্রথম বৈঠকের পরে ১১টি অতিরিক্ত দল এবারের বৈঠকে যোগ দেবে। সভায় জাতীয় পর্যায়ে যৌথ কর্মসূচি, আসন্ন সংসদ অধিবেশনের কৌশল সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন: Uttarakhand: ভেঙেছে সেতু, বাড়ছে মৃত্যু! বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গাও...


এর আগে, কংগ্রেস একটি প্রেস ব্রিফিং করেছে। সেখানে মণিপুরের হিংসা এবং সাম্প্রতিক মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট সহ বেশ কয়েকটি বিষয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে নিন্দা করে।


মঙ্গলবার দিল্লিতে ৩০ টি দলের এনডিএ-এর নেতৃত্বে একটি বৈঠক করে। কংগ্রেস বলেছে যে এটি পটনায় বিরোধীদের বৈঠকের ফলাফল এবং বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের ঐক্য দেখে ‘বিস্মিত’।


সোমাবার বিকেলে বেঙ্গালুরু পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিরোধী ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বলে মনে করা হচ্ছে তাঁকে।


আরও পড়ুন: অসুস্থ শরীরেও অঙ্ক পরীক্ষা দিতে বাধ্য করে স্কুল, বমি করতে করতে মৃত্যু ছাত্রীর!


সোমবার রাতে বেঙ্গালুরুতে বিরোধী নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সনিয়া গান্ধী। পাশাপাশি ওই নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন ২৩টি দলের নেতারা। এই তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। যদিও জানা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈশভোজে যোগ দিচ্ছেন না। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই নৈশভোজে যাবেন না বলে জানা গিয়েছে। যদিও অন্যান্য সামাজিক বৈঠকে তিনি অংশ নেবেন।


কিছুদিন আগেই এই বৈঠক নিয়ে বিরোধী মত দেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এরপরেই বাদল অধিবেশনে, কংগ্রেস সংসদে কেন্দ্রের অধ্যাদেশ জারির বিরুদ্ধে আম আদমি পার্টিকে (এএপি) সমর্থন করতে পারে। সাংবাদিক সম্মেলন করে এমন ইঙ্গিত দিল কংগ্রেস। দিল্লিতে আধিকারিকদের বদলির পোস্টিং নিয়ে কেন্দ্রীয় সরকার যে অধ্যাদেশ নিয়ে এসেছে তা নিয়ে কংগ্রেসের মনোভাব বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার এমনই ইঙ্গিত দেয় কংগ্রেস। ফলৎ আপাতত জোটের জোট কেটেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)