নিজস্ব প্রতিবেদন: সরকারি ঘর না পেয়ে অবাক কাণ্ড করে বসলেন ওড়িশার ছোটু রাউতিয়া। স্বচ্ছ ভারত ‌যোজনায় পাওয়া টয়লেটটিকেই ঘর বানিয়ে ফেললেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওড়িশার রৌরকেল্লা ইস্পাত কারখানা তৈরির সময়ে জমি দান করে ছোটুর পরিবার। পরিবর্তে ক্ষতিপূরণ হিসাবে পাওয়া অর্থ দিয়ে ঘর তৈরি করেছিল ছোটু। সময় পেরিয়েছে। রৌরকেল্লার সুন্দরগড়ের জালাদা গ্রামে এখন সেই ঘর ভেঙে গিয়েছে। এই মুহূর্তে তাঁর একটি ঘরের প্রয়োজন।


সরকারি ‌প্রকল্পে ঘর পাওয়ার জন্য দরজায় দরজায় ঘুরেছেন পেশায় শ্রমিক ছোটু। কোনও সুরাহা হয়নি। শেষপ‌র্যন্ত সরকারি বাবুরা তাঁকে জানান প্রধানমন্ত্রী আবাস ‌যোজনায় কোনও ঘর তাঁকে দেওয়া ‌যাবে না। বরং স্বচ্ছ ভারত ‌যোজনায় একটি টয়লেট বানিয়ে দেওয়া ‌যেতে পারে। তাতেই রাজি হয়েছিলেন ছোটু। সরকার কাছ থেকে একটি ৪ ফুট বাই ৫ ফুটের একটি টয়লেট পেয়েছেন।


গত মার্চ মাসে সেই টয়লেট হাতে পেয়ে ‌যান ছোটু। তার পর থেকে সেই টয়লেটেই থাকেন তিনি। ঘরে উঁকি মারলেই দেখা ‌যায় সেখানে ঝুলছে মশারি, মেঝেতে ছড়িয়ে রান্নার সরঞ্জাম স্টোভ। ওই টয়লেটই এখন সংসার পেতেছেন হতদরিদ্র শ্রমিক ছোটু।


আরও পড়ুন-উত্তরপ্রদেশে রেল কনট্রাক্টরের হাতে নিগৃহীত জার্মান পর্যটক