`ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে করোনা, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে`
`ভয় পাবেন না। তার চেয়ে সচেতন হন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। এদিন তিনি বলেন, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে`।
নিজস্ব প্রতিবেদন: দেশে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংখ্যা এতটাই বেশি যে, আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। সংক্রমণের গতি সীমা অতিক্রম করেছে। যা নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে করোনা বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তিনি জানানিয়েছেন, এখন করোনার সঙ্গে মোকাবিলার সময় এসেছে। প্রধানমন্ত্রীর কথায় দেশবাসীর কাছে ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে করোনা।
মোদি বলেন, ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে।’
তাঁর কথায় ‘করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেধে কাজ করতে হবে।
'ভয় পাবেন না। তার চেয়ে সচেতন হন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। এদিন তিনি বলেন, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে'।