Gujarat: জামিন পেয়েই ফের ধর্ষণ ৭০`র বৃদ্ধাকে! ধর্ষণের অভিযোগে ধৃত বর্বর যুবকের বিরুদ্ধে...
Gujarat: উল্লেখ্য, ১৮ মাস আগে ওই একই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ শৈলেশকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার পর জেলে পাঠানো হয় তাকে। বর্তমানে জামিন পেয়ে বাইরেই ছিলেন তিনি। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আবার একই নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য ধর্ষণের মামলায় জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে বেরিয়েই পুরনো নির্যাতিতাকেই আবার ধর্ষণের অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। প্রসঙ্গত, ওই মহিলাকেই ধর্ষণের ঘটনায় তাঁকে আগে গ্রেফতার করা হয়েছিল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গুজরাতের ভারুচে।
উল্লেখ্য, ১৮ মাস আগে ওই একই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ শৈলেশকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার পর জেলে পাঠানো হয় তাকে। বর্তমানে জামিন পেয়ে বাইরেই ছিলেন তিনি। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আবার একই নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিস ডেপুটি সুপারিনটেনডেন্ট পিএল চৌধরি জানিয়েছেন, অভিযুক্তের নাম শৈলেশ রাঠৌড়। গত ১৫ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর অভিযুক্ত ওই বৃদ্ধার কুঁড়েঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মুখ খোলা হলে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)