নিজস্ব প্রতিবেদন- সোশ্যাল মিডিয়ার যুগে কাণ্ড ঘটিয়ে পার পাওয়া সহজ নয়। Uttarpradesh-এর এক যুবক হাড়ে হাড়ে টের পেলেন সে কথা। থুতু দিয়ে বিয়েবাড়িতে রুটি বানিয়েছিলেন সেই যুবক। তার পর নিজেই সেই ভিডিয়ো তুলে রেখেছিলেন। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই যুবক। উত্তরপ্রদেশের সেই যুবকের পরিচয় জানাজানি হতে বেশি সময় লাগেনি। সেই যুবক তন্দুর রুটি বানানোর সময় এমন জঘন্য কাজ করেছিলেন। একে তো দেশে নতুন করে Corona সংক্রমণ বাড়ছে। মারণ ভাইরাসের হাত থেকে এখনও নিস্তার পায়নি মানব সভ্যতা। তার মধ্যে কিছু মানুষের এমন অবিবেচকের মতো কাজ আরও সমস্যা বাড়িয়ে দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। Video Of Man Spitted On Roti ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেই ভিডিয়ো দেখার পর জানিয়েছিলেন, এভাবে তো দেশে করোনা ছড়ানোর সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে! সত্যিই তাই। হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch) সেই যুবকের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছিল। জানা গিয়েছে, ওই যুবকের নাম নৌশাদ। বিয়েবাড়িতে রুটি বানানোর জন্য গিয়েছিল সে। রুটিতে থুতু লাগিয়ে সেগুলি উনুনে দিয়েছিল নৌশাদ। তাঁর সেই কাণ্ডের ভিডিয়ো নিজেই শুট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল সে নিজেই।


আরও পড়ুন-  ভূমিকম্পে টলবে না, ঘরের ভিতর বরফ পড়ে! মুকেশ আম্বানির বাড়ি Antilla যেন বিস্ময়



নৌশাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 269, 270, 118 ধারায় মামলা করেছে পুলিস। এছাড়া মহামারী আইনের ০৩ ধারাতেও মামলা হয়েছে। পুলিস জানিয়েছে, ওই ভিডিয়ো ১৬ ফেব্রুয়ারির। নৌশাদ নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিস। ভিডিয়ো ভাইরাল করার জন্যই সে এমনটা করেছিল বলে জানিয়েছে। নৌশাদের জবানবন্দিতে অবাক পুলিসও।