ওয়েব ডেস্ক : শর্মিলার সংগ্রাম ভুলে গেল মণিপুরের মানুষ। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য থেকে সেনা আইন প্রত্যাহারের দাবিতে অনশনে বসেন ইরম শর্মিলা চানু। একদশক ধরে অনশন চালিয়ে যান তিনি। অনশন ভেঙে ভোটে দাঁড়িয়েছিলেন। থুবাল আসনে মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংকে চ্যালেঞ্জও জানিয়েছিলেন। কিন্তু, বিধি বাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শর্মিলার ওপর আস্থা রাখেননি মণিপুরের মানুষ। মাত্র ৯০টি ভোট পেয়েছেন চানু। ভোটে যথেচ্ছ পরিমাণে টাকা ও পেশীশক্তির ব্যবহার হয়েছে বলে অভিযোগ করেন চানু।


মণিপুরে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কখনও বিজেপি এগোচ্ছে, কখনও কংগ্রেস। ৪০ টি আসনের বিধানসভা। ম্যাজিক ফিগার ২১। তবে কোনও দলই এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না, বলে বুথ ফেরত সমীক্ষার মত। দেখুন, বিস্তারিত তালিকা


আরও পড়ুন,


গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়ল সাইকেল, উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি


পঞ্জাবে ব্যর্থ নমো ম্যাজিক, পঞ্চনদের দেশে উড়ছে কংগ্রেসের পতাকা


২ প্রধান জাতীয় দলের উত্থানে ভ্যানিশ আঞ্চলিক দলগুলি; রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে  বিজেপি