জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মণিপুরে নিজের গ্রামে বাড়ি থেকে অপহরণ করার পরে এক সেনা জওয়ানকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ছুটিতে থাকা সিপাহি সার্তো থাংথাং কম-কে শনিবার ইম্ফল পশ্চিম জেলায় তার নিজের বাড়ি থেকে অপহরণ করা হয়। গতকাল সকালে তার মৃতদেহ পাওয়া যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে নিজের বাড়ি থেকে কিছু অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী অপহরণ করে। তাঁর ১০ বছর বয়সী ছেলে এই ঘটনার একমাত্র সাক্ষী। সে জানিয়েছে তার বাবা এবং সে বারান্দায় কাজ করার সময় তিনজন লোক তাদের বাড়িতে প্রবেশ করে।


সেই অস্ত্রধারী ব্যক্তিরা সিপাহি কমের মাথায় একটি পিস্তল ধরে রেখে তাকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এমনটাই পুলিসকে জানিয়েছে ওই সেনা জওয়ানের ছেলে।


আরও পড়ুন: Yogi Adityanath: 'যমরাজ তোমার জন্য অপেক্ষা করে থাকবে', কড়া হুঁশিয়ারি যোগীর!


ইম্ফল পূর্বের মংজামের পূর্বে খুনিংথেক গ্রামে ওই জওয়ানের মৃতদেহ পাওয়া যায়। তার ভাই এবং শ্যালক তার পরিচয় নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন ওই জওয়ানের মাথায় একটি বুলেটের ক্ষত ছিল।


সিপাহী কম রেখে গেলেন তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে।


আরও পড়ুন: Anantnag Attack: কাশ্মীরের ঘন জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান, ১০০ ঘণ্টা পরেও অব্যাহত গুলির লড়াই


সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সেপ্টেম্বর সার্তো থাংথাং কমের হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি’।


একটি অফিসিয়াল বিবৃতিতে জানা গিয়েছে পরিবারের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হবে। সম্ভাব্য সব উপায়ে সিপাহি কমের পরিবারকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর একটি দল এলাকায় পৌঁছেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)