নিজস্ব প্রতিবেদন : নোট বাতিলের মতো বড় ভুল ভবিষ্যতে আর করবেন না, নরেন্দ্র মোদীকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১৬ সালে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে এদিন 'পরিকল্পিত লুঠ' বলে উল্লেখ করেন মনমোহন সিং। গুজরাটের সুরাটে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনমোহনের কথায়, নোট বাতিলের মতো সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে চাপ ফেলে। শুধু তাই নয় তার সঙ্গে জড়িত বহু ক্ষেত্রেই এর প্রভাব মারাত্মক। তাই ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে কেন্দ্রকে ভেবে দেখার পরামর্শ দেন তিনি। বলেন, ''নোট বাতিলের ফলে দেশে একদিকে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। আর অন্যদিকে, কতিপয় মানুষ নিজেদের কালো টাকাকে সাদা করে নিয়েছেন।''


নোটবাতিল ও জিএসটিকে হাতিয়ার করে বর্তমানে গুজরাত নির্বাচনের প্রচারে নেমেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। ৯ ডিসেম্বর সেখানে প্রথম দফার নির্বাচন। তার আগে বৃহস্পতিবারই শেষ প্রচার। তাতেই মনমোহন সিং সরাসরি আক্রমণে নামেন মোদী সরকারের। তিনি বলেন, "ইউপিএ সরকার দেশবাসীর স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে অনেকগুলি সাহসী সিদ্ধান্তও ছিল। কিন্তু, বর্তমান সরকার দেশবাসীর স্বার্থে কোনও সিদ্ধান্ত নেয় না। তাই কোনভাবেই তাদের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলা যায় না।''


আরও পড়ুন- শর্তসাপেক্ষে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বাড়াল কেন্দ্র