শর্তসাপেক্ষে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বাড়াল কেন্দ্র

আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। 

Updated By: Dec 7, 2017, 02:00 PM IST
শর্তসাপেক্ষে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বাড়াল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে আধারের সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা পিছিয়ে দেওয়া হল। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বরের পরিবর্তে তা বাড়িয়ে করা হল ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে শুধুমাত্র যাঁদের আধার নেই, তাঁরাই বর্ধিত সময়ের সুযোগ পাবেন। 

অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আদালতে জানিয়েছেন, শুক্রবার বর্ধিত সময়সীমা নিয়ে নোটিস জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে মোবাইল ফোনের সঙ্গে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা পিছোচ্ছে না। তা ৬ ফেব্রুয়ারিই থাকছে। 

আরও পড়ুন- আইনজীবীদের পারিশ্রমিক বেঁধে দিতে কেন্দ্রকে আইন তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

শর্তসাপেক্ষে আধার সংযুক্তিকরণের সময় বর্ধিত করা নিয়ে আপত্তি জানিয়েছেন জনস্বার্থ মামলাকারীরা। মামলাকারীর আইনজীবী উদয়াদিত্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আধার গোপন তথ্য ফাঁস করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সে জন্য সংযুক্তিকরণ করা উচিত নয়। আমরা স্থগিতাদেশ চাইছি।' আধার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে কিনা, তা নিয়ে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। 

.