নিজস্ব প্রতিবেদন : আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা। সোমবার সকালে এমনটাই জানালেন দিল্লি এইমসের চিকিৎসকরা। আপাতত মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাতেই পৌনে নটা নাগাদ এইমসের কার্ডিওথোরাসিক বিভাগে ভর্তি করা হয় মনমোহনকে। কংগ্রেস নেতার বুকে ব্যথার কারণ জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।



রবিবার রাতেই হৃদযন্ত্র জনিত সমস্যার সমাধানে নতুন ঔষধ দেওয়ার পর তার সাইড এফেক্টে জ্বর আসে মনমোহনের। আপাতত সেই জ্বর কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা।


 প্রখ্যাত হৃদবিশেষজ্ঞ ড: নীতিশ নায়েকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন ৮৭ বছরের মনমোহন।


উল্লেখ্য, লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন। চিকিত্সকরা তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে একবার তাঁর বাইপাস সার্জারি হয়ে গিয়েছে। তার পর থেকেই বেশ দুর্বল হয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা আক্রান্ত, মৃত ১০০