গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা আক্রান্ত, মৃত ১০০

May 11, 2020, 11:52 AM IST
1/5

একদিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় রেকর্ড সংখ্যা বৃদ্ধি। দেশজুড়ে ৬৭ হাজার পার হল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মোট ৪,২১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

2/5

পাল্লা দিয়ে বেড়েছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৯৭ জন। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২,২০৬।

3/5

তবে আশঙ্কার মধ্যেও আশার বিষয়, এদিন স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী দেশে সুস্থতার হার ৩১.১৪ শতাংশ। অর্থাৎ গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ এর বেশি মানুষ চিকিৎসায় সুস্থ হয়েছেন। ‌

4/5

আগামী ১৭ মে দেশে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। কিভাবে ধীরে ধীরে লকডাউন লঘু করা হবে সে বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিবহন ব্যবস্থা আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার দিকেই বেশি নজর দেবে কেন্দ্র এমনটাই মনে করা হচ্ছে।

5/5

মঙ্গলবার থেকে ধীরে ধীরে নির্দিষ্ট কিছু রুটে যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালু হচ্ছে। খুব দ্রুত যাত্রীবাহী বিমান চালু হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।