নিজস্ব প্রতিবেদন : ‘বিহারে এমন অনেকে রয়েছে, যারা প্রধানমন্ত্রীর গলা কাটতে তৈরি। প্রধানমন্ত্রীর হাতও ভাঙতে পারে তারা’। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগামছাড়া মন্তব্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সভায় বসতে হবে বোরখা খুলে, হুমকি পুলিসের 


মঙ্গলবার তিনি বলেন, প্রধনামন্ত্রীর দিকে আঙুল তুললে সেই আঙুল যদি কেটে দেওয়া হয়, তাহলে সে শান্ত হয়ে বসে থাকবে না। বিহারের মানুষ কি ছেড়ে দেবে?  প্রধানমন্ত্রীর গলা, হাত কেটে নিতে বিহারে তৈরি আছেন অনেকে। দরকারে জেল ভরাবে তারা।


শুনুন কী বললেন রাবড়ি...


 



সম্প্রতি বিহার রাজ্য বিজেপির সভাপতি নিত্যানন্দ রাই বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে তার আঙুল ভেঙে দেওয়া উচিত। সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী হয়েছেন মোদীজি। প্রত্যেকের সেই লড়াইকে সম্মান জানানো উচিত। নিত্যানন্দ রাই-এর ওই মন্তব্যের পর থেকেই তোলপাড় শুরু হয়।


বিহার রাজ্য বিজেপির সভাপতির ওই মন্তব্যের পর তাঁকে পাল্টা আক্রমণ করেন রাবড়ি। মঙ্গলবার এক জনসভায় তিনি বলেন, ‘ওঁরা বিহারের মানুষকে জেলে পাঠাতে চাইছেন।’ তাই বিহারের মানুষ সবাই একসঙ্গে জেলে যাবেন বলেও মন্তব্য করেন লালুপত্নী।