নিজস্ব প্রতিবেদন: উত্তর দিল্লির বুরারিতে একটি ঘরে ১১ জনের মৃত্যুর পেছনে কোনও তান্ত্রিকের হাত রয়েছে বলে মনে করছে পুলিস। রবিবার একটি বাড়ি থেকেই ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়। এরা সবাই একই পরিবারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লোকসভায় ৪২-এ ৪২, বাঙালি প্রধানমন্ত্রী চাই, পুরুলিয়ায় অমিতের সভাস্থলেই হুঙ্কার 


তদন্তে নেমে পুলিস লক্ষ্য করেছে সবকটি দেহ সিলিং থেকে ঝুলছে। সবার হাতই পিছমোড়া করে বাঁধা, মুখে কোনও কিছু গোঁজা ও চোখ বাঁধা। পুলিস সূত্রে জানা ‌যাচ্ছে ঘর থেকে উদ্ধার হয়েছে একটি হাতে লেখা চিরকুট। সেখান থেকে অনুমান করা হচ্ছে গোটা পরিবারটাই কোনও তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতো ও তা নিয়ে কাজ করতো। ফলে এই মৃত্যুর পেছনে কোনও তান্ত্রিক জড়িয়ে থাকতে পারে। তবে এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিস।


আরও পড়ুন-পঞ্চায়েতের ফল বেরানোর দেড় মাস বাদে ঘুম ভাঙল বিজেপির?


উল্লেখ্য, মৃত ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। গোটা ঘটনার পেছনে পরিবারের কোনও পরিচিত রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ বাড়ির পোষা ল্যাব্রাডরটি কোনও আওয়াজ করেনি বলেই জানিয়েছে প্রতিবেশীরা। মৃত মহিলারা গহনা পরে রয়েছে, বাড়ির কোনও জিনিস তছনছ করা হয়নি। ফলে বিশেষ কোনও উদ্দেশ্যেই ওই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।