পঞ্চায়েতের ফল বেরানোর দেড় মাস বাদে ঘুম ভাঙল বিজেপির?

লোকসভা ভোট যত এগিয়ে আসবে, তত মমতা বিরোধিতায় বিজেপি সুর চড়াবে, তা স্পষ্ট করেছেন দলের সর্বভারতীয় সভাপতি।

Updated By: Jul 1, 2018, 07:17 PM IST
পঞ্চায়েতের ফল বেরানোর দেড় মাস বাদে ঘুম ভাঙল বিজেপির?

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে অমিত শাহের সভার পর এবার জাতীয়মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে চলেছে বিজেপি। পঞ্চায়েত ভোটে দলের কর্মীদের উপরে হামলার অভিযোগে সোমবার দিল্লির রাজঘাটে ধরনায় বসবে বিজেপি নেতৃত্ব। থাকবেন দলের রাজ্য নেতারাও। ধরনার পর রাষ্ট্রপতির কাছে নালিশ করবে বিজেপি। 

টার্গেট বাইশ। ২০১৯ সালের লোকসভা ভোটে কঠিন টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ।পুরুলিয়ার সভায় আবার তা সংশোধিত করে ২৩ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি তো ইতিমধ্যেই দাবি করেছেন, ২৬টি আসনে জিতবেন তাঁরা। লোকসভা ভোট যত এগিয়ে আসবে, তত মমতা বিরোধিতায় বিজেপি সুর চড়াবে, তা স্পষ্ট করেছেন দলের সর্বভারতীয় সভাপতিই। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের প্রাক্কালে দেশের অবিজেপি দলগুলিকে নিয়ে বৃহত্তর জোটের সলতে পাকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতাই এখন বিজেপির পয়লা দুশমন। সে জন্য বাংলার মুখ্যমন্ত্রী কোণঠাসা করতে পঞ্চায়েতের অশান্তিকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। 

তবে বিজেপির ধরনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। পঞ্চায়েতের ভোটগণনার দেড় মাস বাদে কেন এই কর্মসূচি? ভোট মেটার সপ্তাহখানেকের মধ্যে এই ধরনের কর্মসূচি নিলে যে অভিঘাত তৈরি হত, তা কি এখন সম্ভব? এমন দায়সারা আন্দোলনে আদৌ কি কোনও লাভ হবে?  রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোট মেটার দেড় মাস পর এই তত্পরতা আসলে বিজেপির রাজনৈতিক ব্যর্থতা। 

আরও পড়ুন- মন্দসৌর গণধর্ষণে অভিযুক্তের মুণ্ডচ্ছেদে ৫ লক্ষের ইনাম ঘোষণা বিজেপি নেতার   

.