নিজস্ব প্রতিবেদন: বুয়া-ভাতিজার জোটে এখন লম্বা ফাটল। উত্তরপ্রদেশে আসন্ন বিধান পরিষদ(এমএলসি) নির্বাচনে সমাজবাদী প্রার্থীদের সমর্থন করবে না বহুজন সমাজ পার্টি। সোমবার বসপা প্রধান ফের জোর দিয়ে বলেন, সপা প্রার্থীদের হারাতে বহুজন সমাজপার্টি বিজেপি বা অন্য  দলকে ভোট দেবে। সপাকে নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৫৫-তে পড়লেন শাহরুখ, দেখুন কিং খানের সেরা সিনেমার তালিকা


মায়াবতী আজ সংবাদসংস্থাকে বলেন, 'আগেই বলেছিলাম বিজেপি সহ অন্য দলকেও যদি ভোট দিতে হয় তো দেব। কিন্তু সপা-র দলিত বিরোধী নীতির জবাব দেব। বিএসপি তার পুরনো অবস্থানেই দাঁড়িয়ে রয়েছে।' বসপা প্রধান আরও বলেন, 'কংগ্রেস ও সপা এখন চেষ্টা করছে মুসলিম ভোট বসপা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার।'


আরও পড়ুন-কোভিড আবহে যাত্রীদের সুরক্ষায় দারুণ উদ্যোগ কলকাতা বিমানবন্দরের, কমবে হয়রানি


তাহলে কি বসপা সরাসরি বিজেপি সমর্থন করছে? মায়াবতী বলেন,' বুলন্দশহরে একটি ভিডিয়ো প্রচার করে বলা হচ্ছে যে আমি বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছি। কিন্তু বুলন্দশহর সহ রাজ্যের মোট ৭ আসনে কিংবা মধ্যপ্রদেশের উপনির্বাচনে কিংবা বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা বলেনি বসপা। '