কোভিড আবহে যাত্রীদের সুরক্ষায় দারুণ উদ্যোগ কলকাতা বিমানবন্দরের, কমবে হয়রানি
Nov 02, 2020, 12:34 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : বিমানযাত্রীদের জন্য সুখবর। বিমানযাত্রীদের সুবিধার্থে নয়া উদ্য়োগ নিল কলকাতা বিমানবন্দর। এরফলে কোভিড আবহে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুনিশ্চিত হবে বলে আশাবাদী বিমানবন্দর কর্তৃপক্ষ। কী সেই উদ্যোগ, চলুন জেনে জেনে নেওয়া যাক-
2/5
এখন থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর প্রি-পেইড ট্যাক্সি বুক করার জন্য যাত্রীদের আর লাইনে দাঁড়াতে হবে না। একটা মিসড কলেই কাজ হাসিল হয়ে যাবে।
photos
TRENDING NOW
3/5
7439751855- এই নম্বরে মিসড কল দেওয়ার পর যাত্রীদের মোবাইলে একটা SMS আসবে। যাতে লেখা থাকবে টোকেন টাইম। সেই টাইম অনুযায়ী যে কোনও প্রি-পেইড ট্যাক্সি বুথে গিয়ে গাড়ি পেয়ে যাবেন যাত্রীরা।
4/5
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বয়স্ক মানুষ থেকে যাঁরা প্রথমবার কলকাতা বিমানবন্দরে আসছেন, তাঁদের সবার জন্যই মিসড কল দেওয়া অনেক সুবিধাজনক।
5/5
এর পাশাপাশি, এরফলে কোনও লাইন পড়বে না। সামাজিক দূরত্ব বজায় থাকবে। একইসঙ্গে ক্যাবচালক ও দালালদের দৌরাত্ম্যও কমবে।