UP Assembly Polls 2022: প্রকাশ হল BSP-র প্রথম প্রার্থী তালিকা, ৫৩ প্রার্থীর নাম প্রকাশ করলেন মায়াবতী
উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি দফায় অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদন: বহুজন সমাজ পার্টি (BSP) আসন্ন নির্বাচনের জন্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ৫৩টি বিধানসভা আসনে তাদের দলের প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে। "আমরা প্রথম তালিকায় ৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছি, বাকি ৫টি আমরা এক বা দু'দিনের মধ্যে প্রকাশ করব," বিএসপি প্রধান মায়াবতী শনিবার লখনউতে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন।
উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি দফায় অনুষ্ঠিত হবে। ১১টি জেলা জুড়ে বিস্তৃত মোট ৫৮টি বিধানসভা আসনে ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হবে। মায়াবতী (Mayawati) নির্বাচনে জয়লাভ এবং সরকার গঠনের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ১৬ জানুয়ারিকে জাতীয় 'স্টার্ট-আপ' দিবস ঘোষণা প্রধানমন্ত্রী Narendra Modi-র
মায়াবতী বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে, জনগণ অবশ্যই আমাদের দলকে আবার ক্ষমতায় আনবে এবং আমি তাদের আশ্বস্ত করতে চাই যে এবার ক্ষমতায় আসার পর আমাদের দল তার আগের শাসনাকালের মতোই সব বিষয়ে আবার সরকার পরিচালনা করবে।"