নিজস্ব প্রতিবেদন: প্রেমিকের সঙ্গে ভিডিও কল করার সময় আত্মঘাতী হলেন এমবিএ-র দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের বাসিন্দা হানিশা চৌধুরী। শিবাসিবাণী ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। হোস্টেলেই থাকতেন এই যুবতী। জানা যাচ্ছে, দক্ষিস প্যাটেলের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। পুলিস সূত্রে খবর, শনিবার রাতে ভিডিও কলে দু'জনের কথা হচ্ছিল। তখনই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন হানিশা। তাঁকে বাঁচাতে হোস্টেলে পৌঁছন দক্ষিস। এরপর দরজা ভেঙে উদ্ধার করেন হানিশাকে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।     


আরও পড়ুন- জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা


ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে হানিশার মোবাইল ফোনটি। কেন এই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন হানিশা? প্রাথমিকভাবে পুলিসের অনুমান, প্রেমঘটিত টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছেন হানিশা।


আরও পড়ুন- পুরুষ সেজে দুই মহিলাকে বিয়ে, সেক্স টয় দিয়ে যৌনসঙ্গম