৫০ সংস্থার ৬৮ হাজার কোটি টাকা ঋণ আদায়ের ‘আশা ছাড়ল’ আরবিআই! তালিকায় চোকসি-মালিয়া
কারা রয়েছেন ওই তালিকায় এবাং তাদের বকেয়া কত?
নিজস্ব প্রতিবেদন: সংসদে দাবি উঠলেও তা এতদিন প্রকাশ করা হয়নি। এবার তথ্য জানার অধিকার আইনে আবেদন করতেই ঝুলি থেকে বেড়াল বের হল।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ করে তা মেটাননি বা ঋণ না মিটিয়েই বিদেশে পালিয়ে গিয়েছেন এমন তালিকায় রয়েছেন দেশে মোট ৫০ সংস্থার মালিকরা। এদের মধ্যে রয়েছেন মেহুল চোকসি, ঝুনঝুনওয়ালা ব্রাদার্স, বিজয় মালিয়ার মতো ধনকুবের।
রিজার্ভ ব্যাঙ্কের কাছে এ ব্যাপারে আরটিআই করে জানতে চেয়েছিলেন সমাজকর্মী সাকেত গোখলে। কিন্তু ওই ৫০ সংস্থার নাম ছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে ওই আরটিআই-এ। সেটি হল, ওই ৫০ সংস্থায় মোট ৬৮,৬০৭ কোটি টাকা ঋণ গত ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত write off করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন মেহুল চোকসি-বিজয় মালিয়ারা। Write off এর অর্থ মকুব নয়, তবে সহজ করে বলতে গেল ওই টাকা আদায়ের সম্ভাবনা কম। তবে ওই টাকা আদায়ের চেষ্টা করবে ব্যাঙ্ক।
আরও পড়ুন-পুলিসের নিষেধাজ্ঞা উড়িয়েই অবাধ যাতায়াত, ট্যাংরার হটস্পটে স্বাভাবিক ছন্দেই চলছে কারখানা
ওই তথ্য সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা। সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, ওই পঞ্চাশ সংস্থার তালিকায় রয়েছেন মেহুল চোকসি, বিজয় মালিয়াদের সংস্থা। তাই এতদিন সত্যি গোপন করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল সরকার। সংসদে আমি একটা সোজা প্রশ্ন করেছিলাম, দেশে যারা ব্যাঙ্ক জালিয়াতি করেছে তাদের ৫০ জনের নাম প্রকাশ করা হোক। অর্থমন্ত্রী কোনও উত্তর দেননি। এখন আরবিআই বলছে ওই তালিকায় রয়েছে নীরব মোদী, মেহুল চোকসি ও বিজেপির অন্যান্য বন্ধুরা।
এখন দেখা যাক কারা রয়েছেন ওই তালিকায় এবাং তাদের বকেয়া কত?
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুয়ায়ী, মেহুল চোকসির কোম্পানি গীতাঞ্জলী জেমস তালিকার শীর্ষে রয়েছে। তার বাকি ৫,৪৯২ কোটি টাকা। চোকসির অন্য দুই কোম্পানি গিলি ইন্ডিয়ার বকেয়া ১৪৪৭ কোটি ও নক্ষত্র ব্রান্ডের বাকি ১১০৯ কোটি টাকা। ওইসব টাকা রাইট অফ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-করোনা পজিটিভ লালুর চিকিত্সক, মহা ফাঁপড়ে আরজেডি
মেহুল চোকসি ছাড়াও তালিকায় রয়েছে আরইআই অ্যাগ্রো। এই সংস্থার বাকি ৪৩১৪ কোটি। উইনসাম ডায়মন্ডের বাকি ৪০৭৬ কোটি টাকা। রোটোম্যাক গ্লোবালের বকেয়া ২৮৫০ কোটি টাকা। তালিকায় ৯ নম্বরে রয়েছেন বিজয় মালিয়া। তাঁর ১৯৪৩ কোটি টাকা রাইট অফ করে দিয়েছে আরবিআই।