নিজস্ব প্রতিবেদন: বাবা দিল্লির একটি মলে জুয়েলারি দোকানের মালিক। নাবালক ছেলে বেরিয়ে পড়েছিল বাবার মার্সিডিস নিয়ে। তাতেই ভয়ঙ্কর পরিণতি হল এক স্কুটি চালকের। মার্সিডিজের দুরন্ত গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে তা সোজা গিয়ে মারল এক স্কুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হল চালকের। দিল্লির বসন্ত বিহার এলাকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা


নিহত স্কুটি চালকের নাম জেমস অ্যান্টনি। বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। দিল্লিতে কাজ করতেন পরিচারক হিসেবে। তাঁর স্ত্রী কাজ করেন মার্কিন দুতাবাসে কর্মরত এক আধিকারিকের বাড়িতে। থাকতেন দূতাবাসের সারভেন্টস কোয়ার্টারে।


ঘাতক মার্সিডিজটি(Mercedes) চালাচ্ছিল অয়ন জৈন নামে ১৭ বছরের এক কিশোর। দিল্লির সাকেত মলে অয়নের বাবা সুশীল জৈনের একটি জুয়েলারির দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে বারোটা নাগাদ গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে অয়ন। তার পরে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা।


আরও পড়ুন-পামেলাকাণ্ডে নোটিস অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে


অয়নকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস(Delhi Police)। তার শরীরে মাদকের কোনও অস্তিত্ব মেলেনি।