নিজেস্ব প্রবেদন : পড়তে যাচ্ছিল কিশোরীটি। হঠাত্ই আলো-আঁধারি রাস্তার ধার থেকে গায়ে এসে পড়ল এক টুকরো পাথর। বিরক্ত হয়ে তাকাতেই শুরু হল কটূক্তি। প্রতিবাদ করায় জুটল চড়, কিল, লাথি। মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোরী। বেগতিক দেখেও সেখান থেকে পালায়নি অভিযুক্ত। মুম্বইয়ের নেহেরু নগর এলাকার এই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিসের হাতে এসেছে। ফুটেজের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। শুরু হয়েছে তল্লাসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেদারনাথ মন্দির সারাতে সাহায্য করতে চেয়েছিলেন মোদী, স্বীকার করলেন বহুগুণা


১৭ অক্টোবর এলাকারই এক যুবকের হাতে নিগৃহীতা হয় ওই কিশোরী। তাকে শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিসের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতা। কিন্তু, তাত্ক্ষনিক প্রমাণের অভাবে গ্রেফতার করা যায়নি তাকে। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় একটি সিসিটিভি ক্যামেরা। তার ছবি দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাসি।