নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে রণংদেহি মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিনের সভায় বাম সরকারের আমলে সে রাজ্যের দীর্ঘ অনুন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি এদিন বিপুল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরার সোনামুরার সভায় মোদী বলেন, ''উন্নয়নের নতুন যুগ আসতে চলেছে রাজ্যে। মানিক আর চাই না। তাঁর থেকে মুক্তি পেতে দরকার হিরে।'' হীরে অর্থাত্ HIRA। মোদী বলেন, ''H মানে হাইওয়ে, I মানে  I way (ডিজিটাল যোগাযোগ), R মানে রোড, A অর্থাত্ এয়ারওয়েজ।''   




একইসঙ্গে রোজভ্যালি দুর্নীতির কথাও তুলে ধরেছেন মোদী। তাঁর কথায়, ''যারা সাধারণ মানুষের টাকা লুঠ করছে, তাঁদের শাস্তি পেতে হবে। আপনাদের কাছেই আমি শিখেছি, চলো পাল্টাই।'' এদিনের প্রচারে প্রায় কোনও তাস খেলতেই বাকি রাখেননি মোদী। হিন্দু ভাবাবেগ উস্কে মোদী বলেন, ''দেশে ৫১টি শক্তিপীঠ রয়েছে। এরমধ্যে দেবী ত্রিপুরা সুন্দরীর স্থান এই ভূমি। এই মাটিকে প্রণাম করি আমি।'' 






আরও পড়ুন- আমলা মন্ত্রে তৃণমূলকে ঘায়েল করতে বৈঠকে বিজেপি


ত্রিপুরায় এই মুহূর্তে রাজনৈতিক ভিত পোক্ত করতে উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির। রাজনৈতিক মহলের মতে, হিমন্ত বিশ্ব শর্মার মতো তুখোড় সাংগঠনিক নেতাকে ত্রিপুরার দায়িত্ব দিয়ে পালাবদলের আশা করছে গেরুয়া শিবির। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ত্রিপুরায় এবারের ভোটে লড়াই মূলত সিপিএম ও বিজেপির মধ্যেই। সেদিক থেকে, আজ মোদীর এই প্রচার সভা কতটা তাত্পর্যপূর্ণ হতে চলেছে তা বলবে ভবিষ্যত্।           


আরও পড়ুন- পশ্চিমবঙ্গের কর্মসংস্থানকে ঢাল করলেন নরেন্দ্র মোদী