ওয়েব ডেস্ক: পঞ্চাশ দিন সময় চেয়েছেন। কুড়ি দিন কেটেছে। আর মাত্র কয়েকদিন। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কুশিনগরে ফের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।তিরিশে ডিসেম্বরের পর কী হবে? দেশে কি স্বাভাবিক হবে নগদের চলাচল। প্রধানমন্ত্রী এই নিয়ে কিছু বলেননি। তবে সওয়াল করেছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের পক্ষে। আগামীদিনে নগদে নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য।সে ভাবনা গোপন করেননি প্রধানমন্ত্রী। খবরে কাগজে বিজ্ঞাপনের কাটিং তুলে ধরে সওয়াল করেছেন অনলাইন ব্যাঙ্কিংয়ের পক্ষে। নগদে নির্ভরশীলতা কমাক অর্থনীতি। গ্রামের মুদির দোকানেও কেনাকেটা হোক নগদহীন। চান প্রধানমন্ত্রী। এভাবে চললে, ভবিষ্যতেও কালোবাজারি করার উপায় থাকবে না। বলছেন, প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অশ্বিন-জাদেজার ব্যাটিংয়েই উঠে দাঁড়ালো ভারত


একশো পঁচিশ কোটির দেশ। এত বড় বাজারকে নগদহীন করা সম্ভব? অর্থনীতিবিদরা বলছেন, কাগজে কলমে নগদহীন বাজারের স্বপ্ন অসম্ভব নয়। কিন্তু, বাস্তবে রুক্ষ মাটিতে কাজটা কঠিন। খুব কঠিন। 


আরও পড়ুন  বামেদের ধর্মঘট, পাশে নেই কংগ্রেস, তৃণমূল, ফাটল JDU-এর নিজের ঘরেও