মুম্বই হামলার স্মৃতি নিয়ে বাণিজ্য নগরীতে বেবি মোসে
মোসেকে মুম্বইয়ে নিয়ে এসেছেন তার দিদা সান্ড্রা স্যামুয়েল। হামলার সময়ে মোসের বয়স মাত্র ২ বছর। মোসের পরিবার থাকতো মুম্বইয়ের নরিম্যান হাউসে
নিজস্ব প্রতিবেদন: মুম্বই হামলার ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বাণিজ্যনগরীতে ফিরল কিশোর মোসে হোল্টবার্গ। সাধারণভাবে তাঁর পরিচিতি 'বেবি মোসে' হিসেবে। ২০০৮ সালের ২৬ নভেম্বরের ভয়ঙ্কর ওই হামলায় পাক জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ইহুদি কিশোর মোসের বাবা-মা।
মোসেকে মুম্বইয়ে নিয়ে এসেছেন তার দিদা সান্ড্রা স্যামুয়েল। হামলার সময়ে মোসের বয়স মাত্র ২ বছর। মোসের পরিবার থাকতো মুম্বইয়ের নরিম্যান হাউসে। সেদিন গুলির আওয়াজ শুনেই মোসেকে কোলে তুড়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলেন সান্ড্রা।
আরও পড়ুন-রেকর্ড দাম ডিজেলের, তিন বছরের মধ্যে সবচেয়ে দামি পেট্রল
গত বছর ইজরায়েল সফরের সময়ে মোসের পরিবারকে ভারতে আমন্ত্রণ জনিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর ভারত সফরের মধ্যেই মুম্বই পৌঁছল মোসে।
মোসের দাদু হোল্টবার্গ নাচম্যান বলেন, 'মোসের ভারতে ফেরা খুবই গুরুত্বপূর্ণ। এটা ওর জন্য একটা স্পেশাল দিন। মুম্বই এখন অনেকটাই নিরাপদ।'