নিজস্ব প্রতিবেদন: নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভ থেকে সরে আসার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ রাজ্যসভায় কৃষকদের প্রতি তাঁর আবেদন, এই সমস্যা মেটাতে আলোচনা চালিয়ে যাওয়া হবে। কৃষকদের চিন্তার কোনও কারণ নেই। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হচ্ছে না। কিষাণ মান্ডিগুলিকে আধুনিক করা হবে।


আরও পড়ুন-এ কেমন খেলা! Video তোলার জন্য গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর, তলিয়ে গেলেন এক যুবক


কৃষক আন্দোলন নিয়ে এই প্রথম সংসদে সওয়াল করলেন প্রধানমন্ত্রী মোদী(Narendra Modi)। কৃষকদের আন্দোলন থেকে সরে আসার আবেদনের পাশাপাশি বিরোধী দলগুলির কৃষি আইন নিয়ে পাল্টি খাওয়ার অভিযোগও করেন প্রধানমন্ত্রী। 


কৃষি বিমার কথা টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, দেশের ১ হেক্টরের কম জমির মালিক রয়েছেন ৬৮ শতাংশ। ওইসব কৃষকদের কৃষি বিমা হিসেবে ৯০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে।  এছাড়াও কিষাণ সম্মান নিধি(PM-Kisan) প্রকল্পের আওতায় ১.১৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। দেশে কৃষকদের জন্য অভিন্ন একটি বাজার তৈরি করতে চেষ্টা করছে সরকার।


আরও পড়ুন-'কেউ আছেন?' চোঙে চিৎকার করে অবরুদ্ধ টানেলে চলছে খোঁজ, মৃত ১৪ নিখোঁজ ১৭০


দিল্লি কৃষক আন্দোলনকেও বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ গঠনে শিখদের অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। তবে কিছু লোক আন্দোলনের নামে যে ভাষা ব্যবহার করছেন তাতে দেশের ভালো হবে না। বিরোধীরা এখন সরকারের দিকে আঙুল তুলছে। আজ সভাতে মনমোহনজি রয়েছেন। তাঁর একটি বক্তব্য আমি তুলে ধরলেই বোঝা যাবে বিরোধীরা কীভাবে কৃষি আইন নিয়ে নিয়ে তারা এখন উল্টো পথে হাঁটছেন। মনমোহনজি এক সময় সংসদে বলেছিলেন, ১৯৩০ সালের যে কৃষি আইন রয়েছে তাতে কৃষকরা দেশ সর্বাধিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারেন না।