ফের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি, ভেনুগোপালের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন তিনি
এই বছরের জুনে, কেন্দ্রীয় সরকার তিন মাসের জন্য বেণুগোপালের মেয়াদ বৃদ্ধি করে। সরকার তাকে আরও তিন মাস এই পদে বহাল থাকার অনুরোধ করে। তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে থাকতে রাজি হন যাতে সরকার নতুন মুখ খুঁজে পায়। এবার ৬৭ বছর বয়সী রোহাতাগি ১ অক্টোবর থেকে অ্যাটর্নি জেনারেল হিসাবে তার দ্বিতীয় মেয়াদের কাজ শুরু করবেন। তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতাগি আবার ভারতের অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন। তিনি আগামী ১ অক্টোবর থেকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করতে চলেছেন। বর্তমান অ্যাটর্নি জেনারেল কে.কে. ভেনুগোপালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ৯১ বছর বয়সী ভেনুগোপাল ২০১৭ সালের ৩০ জুন দেশের শীর্ষ আইন কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রোহাতাগি যিনি দেশের শীর্ষ আদালতের আইনজীবীদের একজন, তিনি এই শীর্ষ পদে দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। ২০১৪ সালে তিনি প্রথমে তিন বছরের মেয়াদে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ভেনুগোপাল সম্প্রতি বলেন যে তিনি তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরে শীর্ষ আইন কর্মকর্তা হিসাবে চালিয়ে যেতে পারবেন না। অ্যাটর্নি জেনারেলের দেশের সব আদালতে শুনানির অধিকার রয়েছে।
এই বছরের জুনে, কেন্দ্রীয় সরকার তিন মাসের জন্য বেণুগোপালের মেয়াদ বৃদ্ধি করে। সরকার তাকে আরও তিন মাস এই পদে বহাল থাকার অনুরোধ করে। তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে থাকতে রাজি হন যাতে সরকার নতুন মুখ খুঁজে পায়। এবার ৬৭ বছর বয়সী রোহাতাগি ১ অক্টোবর থেকে অ্যাটর্নি জেনারেল হিসাবে তার দ্বিতীয় মেয়াদের কাজ শুরু করবেন। তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রোহাতাগি তার বাবা অবধ বিহারী রোহাতাগির পদাঙ্ক অনুসরণ করে আইনের পাঠ নেন। অবধ বিয়ারি রোহতাগি যিনি দিল্লি হাইকোর্টের বিচারক ছিলেন। তিনি মুম্বইয়ের সরকারি আইন কলেজ থেকে আইনের পাঠ সম্পন্ন করেন এবং প্রাথমিকভাবে যোগেশ কুমার সাভারওয়ালের সঙ্গে কাজ শুরু করেন। সাভারওয়াল পরে ভারতের ৩৬ তম প্রধান বিচারপতি হন। পরবর্তীকালে রোহতাগি আইন অনুশীলন শুরু করেন এবং ১৯৯৩ সালে, রোহাতাগি দিল্লি হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন। ১৯৯৯ সালে, তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত হন।