নিজস্ব প্রতিবেদন: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন মুকুল রায়। তাঁকে উত্তরীয় ও ফুল দিয়ে স্বাগত জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্ত। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি মুখপাত্র  রবিশঙ্কর প্রসাদ বলেন, মুকুল রায়কে দলে নিলে লাভবান হবে পশ্চিমবঙ্গ। গোটা দেশের অধিকাংশ রাজ্যে আমরা ক্ষমতায় আছি।বাকি রাজ্যের মানুষও চাইছেন বিজেপিকে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুলের কথায়, ''বিজেপির সমর্থনেই আজ এই জায়গায় এসেছে তৃণমূল। ১৯৯৭ সালে তৃণমূল প্রতিষ্ঠার সময় বিজেপি পাশে না দাঁড়ালে মমতার দল এই জায়গায় আসতে পারত না। বাংলার মানুষ হাঁফিয়ে উঠেছে। বিকল্প খুঁজছে। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার আসবে পশ্চিমবঙ্গে।''  


তিনি আরও বলেন,''বিজেপি ধর্মনিরপেক্ষ দল। ১৩টি রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা। ৫টি রাজ্যে তাদের উপমুখ্যমন্ত্রী রয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি।'' বিজেপিতে যোগদানের পরই অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন মুকুল রায়।