নিজস্ব প্রতিবেদন: আরএসএসের ইফতার পার্টি বয়কট করল মুম্বইয়ের একাধিক মুসলিম সংগঠন। ওই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩০টি ইসলামি দেশের প্রতিনিধিদের। এছাড়াও আমন্ত্রিত ছিলেন দেশের ১০০ জন বিশিষ্ট ব্যক্তি।
আরও পড়ুন-আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি ভেঙে গুলি চালাল পাক, শহিদ ২ বিএসএফ আধিকারিক
ইফতার পার্টিটির আয়োজন করেছিল আরএসএসের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংগঠনে জাতীয় আহ্বায়ক বিরাগ পাচপোরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আরএসএস সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার জন্য এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আরএসএস কোনও ধর্মীয় জনগোষ্ঠীর বিরোধী নয়।’
আরও পড়ুন-বিজেপির পুরুলিয়া বনধ-এ শুনশান পথঘাট, বন্ধ দোকানপাট, চলছে সরকারি বাস
এদিকে মুম্বইয়ের মুসলিম সংগঠনগুলির ‌যুক্তি, আরএসএসের ইফতার পার্টিতে ‌যাওয়া উচিত নয়। দেশজুড়ে আরএসএস ‌মুসলিম বিরোধী রাজনীতি বন্ধ না করলে কোনও ইফতারে ‌যাওয়া উচিত নয়। লাভ জিহাদ বা গোহত্যা নিয়ে আরএসএস ‌যা করছে তাতে দেশের মুসলিমরা আতঙ্কিত। আগে আরএসএস নিজের ভাবমূর্তি ঠিক করুক।