বিজেপির পুরুলিয়া বনধ-এ শুনশান পথঘাট, বন্ধ দোকানপাট, চলছে সরকারি বাস

পুরুলিয়ায় জোড়া রহস্যমৃত্যুতে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। ওদিকে তদন্ত চলাকালীন শনিবারের ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করায় সরানো হয়েছে জেলার পুলিস সুপার জয় বিশ্বাসকে। পরিবর্তে ওই পদে এসেছেন আকাশ মাঘারিয়া।   

Updated By: Jun 3, 2018, 08:48 AM IST
বিজেপির পুরুলিয়া বনধ-এ শুনশান পথঘাট, বন্ধ দোকানপাট, চলছে সরকারি বাস

নিজস্ব প্রতিবেদন: তিন দিনে ২ দলীয় কর্মী খুনে সিবিআই তদন্তের দাবিতে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে শুনশান পুরুলিয়া। বন্ধ অধিকাংশ দোকানপাট। চলছে না কোনও যানবাহন। সরকারি বাস চললেও বেসরকারি বাসের দেখা তেমন মেলেনি। বনধের ব্যাপক প্রভাব পড়েছে বলরামপুরে। রয়েছে চাপা উত্তেজনাও। বলরামপুরে চলছে পুলিসি টহলদারি।

গত  ৩১ মে পুরুলিয়ার বলরামপুরের সাপুরডি গ্রামে মেলে ১৮ বছরের তরতাজা যুবক ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ। বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মী ছিলেন ত্রিলোচন। মৃতদেহের গায়ে থাকা জামা ও পাশে পোস্টারে হুমকি দিয়ে জানানো হয়, ১৮ বছর বয়সে বিজেপি করার মূল্য দিতে হয়েছে তাঁকে। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিস। ত্রিলোচনের পরিবার জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ত্রিলোচনকে খুনের হুমকি দিচ্ছিল তৃণমূলি গুন্ডারা। 

এই ঘটনার রেশ কাটতে না-কাটতেই শনিবার বলরামপুরেরই ডাভা গ্রামে একটি হাই টেনশন খুঁটি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুলাল কুমারের ঝুলন্ত দেহ। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন দুলালবাবু। শনিবার সকালে গ্রামের পাশে মাঠ থেকে তাঁর দেহ মেলে। দু'টি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সিবিআই তদন্তের দাবি জানায় রাজ্য বিজেপি। সিবিআই তদন্তের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ ডাকে রাজ্য বিজেপি। 

পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় অভূতপূর্ব ফল করেছে বিজেপি। জেলায় তৃণমূলকে সমানে টক্কর দিয়েছে গেরুয়া শিবির। বলরামপুর পঞ্চায়েত সমিতিও গিয়েছে বিজেপির দখলে। বিজেপির অভিযোগ, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে এবার ব্যক্তিহত্যার রাজনীতি শুরু করেছে তৃণমূল। 

২ বিজেপিকর্মীর রহস্যমৃত্যুর জেরে এসপি বদল পুরুলিয়ায়

পুরুলিয়ায় জোড়া রহস্যমৃত্যুতে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। ওদিকে তদন্ত চলাকালীন শনিবারের ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করায় সরানো হয়েছে জেলার পুলিস সুপার জয় বিশ্বাসকে। পরিবর্তে ওই পদে এসেছেন আকাশ মাঘারিয়া।   

.