নিজস্ব প্রতিবেদন: বহুবিবাহ প্রথা রদের চেয়ে দেশের মুসলিমদের কাছে বেশি গুরুত্বপূর্ণ রাম মন্দির-বাবরি মসজিদ জমি বিবাদ মামলা। সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করলেন সংখ্যালঘু পক্ষের আইনজীবী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অযোধ্যার বিতর্কিত জমি মামলাটি বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আর্জি করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, অযোধ্য মামলা পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত সব পক্ষের বক্তব্য শোনার পর নেবে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল। 


মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন আদালতে বলেন, ''অযোধ্যার জমি বিতর্ক বহুবিবাহের চেয়েও মুসলিমদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। গোটা দেশ জবাব চাইছে।'' তিনি আরও বলেন, ''অন্য বিষয় নিয়ে সওয়াল সময়ের অপচয়। পরে আলোচনার বিষয় নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয় আদালত কক্ষে।''


আরও পড়ুন- বিরোধী জোটকে 'সাপ-নেউল' খোঁচা অমিতের