নিজস্ব প্রতিবেদন: মাইসুরু গণধর্ষণকাণ্ডে (Mysuru Gang-Rape Case) এবার কর্নাটকের স্বরাষ্ট্র মন্ত্রীর সুরেই বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী আনন্দ সিং (Tourism Minister Anand Singh)। তাঁর কথায়,'রাতে নির্জন এলাকায় নির্যাতিতার যাওয়া উচিত ছিল না।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার আনন্দ সিং বলেন,'কমবয়সী প্রেমিকযুগল বা নবদম্পতি হোক, এই ধরনের জায়গায় যাওয়া উচিত হয়নি। সবাইকে সেখানে যেতে নিষেধ করতে পারি না। ওই সব জায়গায় পুলিস মোতায়েন থাকে না।' তার আগে এই ঘটনায় (Mysuru Gang-Rape Case) রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী আরাগা জনেন্দ্র (Karnataka Home Minister Araga Jnanendra) বলেছিলেন,'সন্ধে ৭টা থেকে ৭.৩০ টার মধ্যে সেখানে গিয়েছিলেন তাঁরা। জায়গাটা জনমানবশূন্য়। যাওয়া উচিত ছিল না। সচরাচর সেখানে কেউ যায় না।' 


রাজ্যের মন্ত্রীদের মন্তব্যে সমালোচনা করেছে কংগ্রেস (Congress)। প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বলেন,'বিজেপি সরকার কী বলতে চাইছে সূর্যাস্তের পর কী বাড়ির বাইরে বেরোবেন না মানুষ।'            


বিজেপির মন্ত্রীদের সুর শোনা গিয়েছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মঞ্জুলা মানাসার (Manjula Manasa) গলায়। তাঁর কথায়,'মেয়েটি এমবিএ পড়ুয়া হওয়া সত্ত্বেও বোধবুদ্ধি নেই। অত রাতে সেখানে চলে গেল!'


মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা মাইসুরুর চামুন্ডি পাহাড়ে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তাঁদের ঘিরে ধরে ৪ দুষ্কৃতী। তরুণীর গণধর্ষণের ভিডিয়ো তুলে ৩ লক্ষ টাকা দাবি করে তারা। টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয় নির্যাতিতাকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কর্নাটকের মুখ্যমন্ত্রী এ বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, তদন্তকারী দল গঠন করা হয়েছে।  তদন্ত চলবে ডিজি প্রবীণ সুদের তত্ত্বাবধানে।  


 আরও পড়ুন- BrahMos missile তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে, সবুজ সংকেত Yogi-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)