জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেসের উপর কড়া আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করার মাধ্যমে সত্যিকারের ধর্মনিরপেক্ষতা অনুশীলন করে। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উত্তরে বলেছিলেন, ‘সত্যিকারের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সকল যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারের অগ্রাধিকার ছিল জনসাধারণ পূর্ববর্তী ইউপিএ শাসনের মতো রাজনৈতিক লাভ নয়। ‘এই কারণেই আমরা দেশের ২৫ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দিয়েছি’, বলে তিনি দাবি করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (কংগ্রেস) বলত গরীবি হটাও কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে কিছুই করেনি। যদিও আমরা দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণের জন্য কঠোর পরিশ্রম করি’।


এমনকি হাউসটি 'মোদী-আদানি ভাই ভাই' স্লোগানে মুখরিত হয়ে উঠলেও, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে পদ্মে যত বেশি কাদা ফোটাবে, ততই ভাল ফোটে।


আরও পড়ুন: Journalist Murder: জমি মাফিয়ার বিরুদ্ধে খবর করে প্রকাশ্য দিবালোকে খুন সাংবাদিক, গ্রেফতার অভিযুক্ত


রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেকেও আক্রমণ করেন তিনি। কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার উচ্চকক্ষে তাঁর বক্তৃতার সময় আদানি দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের উপর তীব্র আক্রমণ করেছিলেন।


আরও পড়ুন: Ayodhya: ৫০০ বছর পরে অযোধ্যার সিংহাসনে ফিরছেন ভগবান রাম! ত্রিপুরায় বড় ঘোষণা যোগী আদিত্যনাথের


প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘খাড়গে অভিযোগ করেছেন যে আমি কালাবুরাগিতে গিয়েছিলাম। সেখানে কী কাজ হয়ে তাঁর দেখা উচিত। কর্ণাটকে ১.৭০ কোটি জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার মধ্যে কালাবুর্গিতে ৮ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট রয়েছে। এত লোক ক্ষমতা পাচ্ছে। আবার কারোর কারোর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমি ব্যথা বুঝতে পারি’।


লোকসভায় তাঁর ভাষণের একদিন পরে রাজ্যসভার ভাষনেও কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন মোদী। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ দেওর সময় এই বক্তব্য রাখেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)