ওয়েব ডেস্ক : জি-20 বৈঠকে অংশ নেওয়ার আগে আজ চিনা প্রেসিডেন্ট এক্সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জি-20 বৈঠকে NSG-র সদস্য হওয়ার পাশাপাশি বিশ্ববাজার, দারিদ্র,বিশ্ব উষ্ণয়ানের প্রসঙ্গ উঠে এসেছে বৈঠকে। NSG ইস্যুতে ইতিমধ্যেই আটচল্লিশটি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু শেষ মুহুর্তের ভোটে চিনের তীব্র আপত্তিতে থমকে যায় ভারতের এনএসজিতে ঢোকার পথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরের প্রথম দিনেই স্বাক্ষরিত হল ১২টি চুক্তি


তাই আজকের মোদী-জিনপিংয়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।  দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গত তিন মাসের কম সময়ে এই নিয়ে দুবার বৈঠক করলেন দুই রাষ্ট্রনেতা।